বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আর সে কারণে গ্রাম বাংলার কৃষির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে দিন দিন ভূ-গর্ভের পানির স্তর নিম্নমুখী হচ্ছে। এ পরিস্থিতিতে সরকার কৃষির উন্নয়নে সেচ সুবিধা নিশ্চিত করতে পানির উৎস হিসেবে পানির স্তরকে ধরে রাখার জন্য খাল-বিল, নদী-নালা খননের ব্যবস্থা করছে। এর ফলে একদিকে যেমন কৃষকরা উপকৃত হচ্ছেন অপরদিকে এই নদীনালাতে মাছ চাষ করে গ্রামীণ জনপদের অনেকেই অর্থনীতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
পানি নিঃষ্কাশনের জন্য খাল ব্যবহৃত হয়। খালগুলো নদীতে গিয়ে মিলন হয়।
১। গচিহাটা হইতে কৈতরীপার খাল যার অপর নাম বালিরার পাড় খাল।
২। কৈতরী পাড়া হইতে বিয়ার খাল।
৩। কাছারী খাল হইতে সতরদ্রোন খাল।
৪। বাগপাড়া হইতে কাছারী পাড়া খাল।
৫। পশ্চিম পুরুড়া সুতি খাল।
৬। সতরদ্রোন খাল
৭। গৌরিপুর, খাল।
৮। হাসারকান্দা খাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস