যাহারা নতুন বয়স্ক ও বিধবা ভাতা গ্রহন করতে ইচ্ছুক তাহাদের জন্য
ভাতা প্রাপ্তির যোগ্যতাঃ
১। বয়স্ক ভাতার ক্ষেত্রে NID অনুযায়ী ৩০ জুন ২০২১ তারিখে পুরুষ ৬৫ এবং মহিলা ৬২ বছর
২। বিধবা ভাতার ক্ষেত্রে নিজ নিজ ওয়ার্ড মেম্বার কর্তৃক বিধবা প্রত্যয়ন পত্র।
আবেদন করতে যা যা লাগবে:
১। জাতীয় পরিচয় পত্রের ১ কপি ফটোকপি।
২। পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি।
২। নিজের NID দিয়ে নিবন্ধিত এমন একটি সচল মোবাইল নাম্বর।
আবেদনের সময়সীমাঃ ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত
সতর্কবার্তাঃ কারো সাথে কোন টাকা লেনদেন করবেন না। কেউ টাকা চাইলে অবহিত করুন অত্র ইউপির চেয়ারম্যান সাহেব, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে।
যোগাযোগ ২নং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদ, কটিয়াদি, কিশোরগঞ্জ।