গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহৎ উদ্যোগ
সমাজসেবা অধিদপ্তরের ভাতা কার্যক্রমের ভাতাভোগীদের তথ্য(বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা) অন্তর্ভুক্ত এবং ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যাংক এশিয়ার হিসাব খোলার বিশেষ কার্যক্রম।
তারিখঃ ০৩/০৫/২০১৮ইং হতে ১৫/০৫/২০১৮ইং পর্যন্ত (শুক্রবার ও শনিবার ব্যতিত)
স্থানঃ সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
কটিয়াদি, কিশোরগঞ্জ
উল্লেখ্য, সকল ভাতাভোগীকে...
ভাতা উত্তোলনের বহি,
জাতীয় পরিচয়পত্র(ফটোকপিসহ),
ভাতাভোগী নিজের ৪ কপি রঙ্গীন ছবি(পাসপোর্ট সাইজ),
ভাতাভোগীর মোবাইল নম্বর,
নমিনীর জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (ফটোকপিসহ),
নমিনীর ২ কপি রঙ্গীন ছবি (পাসপোর্ট সাইজ),
সহকারে নির্ধারিত সময়ে অত্র ইউনিয়ন পরিষদে ভাতাভোগী স্বশরীরে উপস্থিত হয়ে MIS (Management Information Systems) অন্তর্ভুক্ত এবং ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যাংক এশিয়ার হিসাব খোলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
মোঃ আবুল কাসেম আকন্দ
চেয়ারম্যান
সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদ
কটিয়াদি, কিশোরগঞ্জ।
যোগাযোগ
01716024607
01718865757
01726713466
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস