Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ক্রীড়া সংগঠন

রীড়া (ইংরেজি: Sport) হচ্ছে একটি সংগঠিত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিনোদনধর্মী এবং দক্ষতাসূচক শারীরিক কার্যকলাপ প্রদর্শনের উত্তম ক্ষেত্র। শারীরিক ও মানসিক দৃঢ়তা, কলা-কৌশল এবং সুস্থ ক্রীড়া প্রদর্শন করে একজন বিজয়ী তার অপূর্ব ক্রীড়াশৈলীর নিদর্শন রাখতে পারেন। এটি পরিচালিত হয় একগুচ্ছ নিয়ম-কানুন বা নিজস্ব চিন্তা-চেতনার মাধ্যম। খেলার প্রধান চালিকাশক্তি হচ্ছে শারীরিক সক্ষমতা, দক্ষতা ও মর্যাদা যাতে বিজয়ী এবং বিজিত পক্ষ নির্ধারিত হয়। শারীরিক সক্ষমতা হিসেবে মানুষ, প্রাণীসহ বল, যন্ত্র ইত্যাদি সরঞ্জামাদি জড়িত।

১। পশ্চিম গচিহাটা আদর্শ ক্রীড়া সংগঠন

২। গচিহাটা বাজার ক্রীড়া সংগঠন।

৩। সহশ্রাম ক্রীড়া সংগঠন।

৪। আতরতোপা ক্রীড়া সংগঠন।

৫। গচিহাটা সবুজ দল ক্রীড়া সংগঠন।

৬। গচিহাটা লাল দল ক্রীড়া সংগঠন।

৭। আতখলা ক্রীড়া সংগঠন।

৮। পারদিয়াকুল ক্রীড়া সংগঠন।

৯। ধূলদিয়া ক্রীড়া সংগঠন।

১০। দিয়াকুল ক্রীড়া সংগঠন।