Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে ৫-১১ মার্চ পর্যন্ত নারী কর্মী রেজিস্ট্রেশন করা হবে।
বিস্তারিত

আগামী ৫-১১ মার্চ ২০১৫ পর্যন্ত কিশোরগঞ্জ জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌর ডিজিটাল সেন্টার হতে ৩০০/- টাকার বিনিময়ে সৌদি আরব গমনেচ্ছুক নারী কর্মীদের রেজিসেট্রশন করা হবে। রেজিস্ট্রেশনকৃত ৩০০/- টাকার মধ্যে উদ্যোক্তাগণ ২০০/- টাকা রেজিস্ট্রেশন চার্জ বাবদ টেলিটক সিম বাবদ প্রেরণ করবেন এবং ১০০/- রেজিস্ট্রেশন ফরম পূরণ বাবদ চার্জ হিসেবে নিবেন। রেজস্ট্রেশনের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হলো:

(১) প্রতিটি তথ্য কেন্দ্র হতে শুধুমাত্র মহিলা কর্মী রেজিস্ট্রেশন করা হবে।

(২) রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০০/- টাকার বেশি চার্জ কোনভাবেই গ্রহণ করা যাবে না।

(৩) নারী কর্মীদের বয়স ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে শুধুমাত্র গার্মেন্টস কর্মীদের ক্ষেত্রে বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হবে।

 

 

দেশব্যাপি বিদেশ গমনেচ্ছুক কর্মীদের অনলাইন রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী

দেশব্যাপি বিদেশ গমনেচ্ছুক কর্মীদের নাম ও প্রয়োজনীয় তথ্যাদি অনলাইনে রেজিষ্ট্রেনের জন্য নির্ধারিত তারিখে নিম্নলিখিত কাগজপত্র ও তথ্যাদিসহ নিকটস্থসুবিধাজনক ইউনিয়ন/ পৌরসভা/ সিটি কর্পোরেশন  ডিজিটাল সেন্টারে (তথ্যসেবা কেন্দ্র) এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে উপস্থিত থাকতে হবে।


১. মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ফটোকপি. যদি না থাকে
২. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,  যদি না থাকে

৩. জন্ম নিবন্ধন সনদ পত্রের ফটোকপি
৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ( যদি থাকে) এক সেট ফটোকপি
৫. জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সনদপত্রে যে নাম, ঠিকানা ব্যবহার হয়েছে, পরবর্তিতে তা দিয়ে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরী করতে হবে।
৬. কমীর নমিনির নাম, সর্ম্পক, ঠিকানা ও মোবাইল নম্বর
৭. কর্মীর ঘনিষ্ট ও বিশ্বস্থ এমন তিন জনের নাম, সর্ম্পক, ঠিকানা ও মোবাইল নম্বর
৮. দেশে অথবা বিদেশে বিভিন্ন কাজের অভিজ্ঞতার সনদপত্র ( যদি থাকে)

ছবি
ডাউনলোড